Sazek Valley সাজেক ভ্যালী

 Sazek Valley সাজেক ভ্যালী


প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম দর্শনীয় স্থান সাজেক। এটিকে রাঙ্গামাটির ছাদও বলা হয়। এছাড়াও এখান থেকে দৃষ্টিগোচর হয় প্রতিবেশি রাষ্ট্র ভারত। বাঘাইছড়ি উপজেলা সদর থেকে প্রায় শত কিলোমিটার দূরে এর অবস্থান। চাঁদের গাড়ি কিংবা মাইক্রোবাস রিজার্ভ করে যেতে পারেন এখানে। খাগড়াছড়ি জেলা হয়ে যাওয়াটাই সহজ। রাঙ্গামাটি হয়ে গেলে সময় বেশি লাগে। এখানে গেলে মেঘের রাজ্যে হারিয়ে ফেলবেন নিজেকে। সেনাবাহিনী বিজিবি তত্ত্বাবধানে এখানে কটেজ করা হয়েছে। সাজানো হয়েছে অপরূপ রূপে। করা হয়েছে পার্ক। রয়েছে দৃষ্টিনন্দন পাথর। প্রকৃতির এমন সৌন্দর্য না দেখলে বিশ্বাসই করা যাবে না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বললেও অত্যুক্তি হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে যাওয়াটাই উত্তম। রুইলুইতে স্থানীয়দের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। বেসরকারি উদ্যোগে কয়েকটি কটেজও করা হয়েছে এখানে। এছাড়া রাঙ্গামাটি জেলা প্রশাসন দ্বারা পরিচালিতশিঞ্জননামে একটি আকর্ষণীয় রিসোর্ট রয়েছে।  

কিভাবে যাওয়া যায়:
রাঙ্গামাটি থেকে নৌপথে লঞ্চযোগে অথবা সড়কপথে বাঘাইছড়ি যাওয়া যায়। রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল .৩০ থেকে ১০.৩০ ঘটিকার মধ্যে লঞ্চ ছাড়ে। ভাড়া জনপ্রতি ১৪০-২০০ টাকা। সময় লাগে - ঘন্টা। বাস টার্মিনাল থেকে সকাল .৩০ থেকে .৩০ ঘটিকার মধ্যে বাস ছাড়ে, ভাড়া জনপ্রতি ২০০ টাকা। সময় লাগে - ঘন্টা। এছাড়াও চট্টগ্রাম থেকে সরাসরি বাঘাইছড়ি যাওয়া যায় অথবা খাগড়াছড়ি হয়েও যাওয়া সম্ভব। ঢাকা থেকেও সরাসরি বাঘাইছড়ি যাওয়া যায়। বাঘাইছড়ি থেকে জীপ (চাদেঁর গাড়ি) অথবা মোটর সাইকেলে সাজেক ভ্যালীতে পৌঁছানো যায়।

Post a Comment

Previous Post Next Post