Pagla Miyar Mazar পাগলা মিঞাঁর মাজার

 Pagla Miyar Mazar পাগলা মিঞাঁর মাজার

দরবেশ পাগলা মিঞাঁর প্রকৃত নাম ছিল সৈয়দ আমীর উদ্দিন(রঃ) ১৮২৩ সালে ফাযিলপুর ছনুয়া গ্রামে তাঁর জন্ম হয় এবং ১৮৮৭ সালে মাত্র ৬৩ বছর বয়সে  মৃত্যুবরণ করেন প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবারে(তাঁর জন্মদিনে) তাঁর মাজারে ওরশ হয় সেখানে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার লোক সমবেত হয় তিনি আধুনিক ফেনী জনপদের মানুষের জীবন জীবিকার ওপর অপরিসীম প্রভাব রেখে গেছেন তাঁর আধ্যাত্নিক শক্তি সম্পর্কে ফেনী অঞ্চলে বহু জনশ্রুতি প্রচলিত রয়েছে এখনো প্রতিদিন তাঁর মাজারে মানুষ দলে দলে ফাতেহা পাঠ করে,জেয়ারত করে এবং ‘‘মানত’’করে

কিভাবে যাওয়া যায়:
যাবার উপায় : ) ফেনী রেলওয়ে ষ্টেশন হতে সিএনজি অটোরিক্সা এবং রিক্সা যোগে দর্শনীয় স্থানে যাওয়া যায় 2)ফেনী জিরো পয়েন্ট হতে রিক্সা যোগে যাওয়া যায়

Post a Comment

Previous Post Next Post