Northern Charvanshi Union Council উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ

 Northern Charvanshi Union Council উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ


২নং উত্তর চরবংশী ইউনিয়নটি বৃহত্তর নোয়াখালী জেলার তথা বর্তমান লক্ষীপুর জেলার সর্ব পশ্চিম সীমান্তে বরিশাল চাদপুর জেলার সাথে যুক্ত। অত্র ইউনিয়নটির পূর্বে বৃহত্তর চর বংশী বৃহত্তর চর আবাবিল বলোকা নিয়ে একীভুত ছিল , যা ১৯২৮ সালে চর বংশী ইউনিয়ন বোর্ড অফিস নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে ১৯৩৮ সালে চর আবাবিল ইউনিয়ন বোর্ড অফিস নামে আরো একটি ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৭ সালে চর বংশী চর আবাবিল ইউনিয়ন ভাগ হয়ে আরো দুটি নতুন ইউনিয়ন আত্ম প্রকাশ করে পূর্বের দুটি বর্তমান দুটি সহ ৪টি ইউনিয়নের নাম গুলি- নং চর আবাবিল ইউনিয়ন, নং উত্তর চর বংশী ইউনিয়ন, নং দক্ষিন চর বংশী ইউনিয়ন, নং দক্ষিন চর আবাবিল ইউনিয়ন।

কিভাবে যাওয়া যায়:
উপজেলা থেকে রায়পুর সিএজি স্টেশন থেকে সিএজি করে খাসের হাট বাজার ভাড়া ২৫ টাকা

Post a Comment

Previous Post Next Post