Narayan Sadhu Ashram নারায়ন সাধুর আশ্রম


মানিকগঞ্জের সদর উপজেলার মত্ত গ্রামের আর একটি পুরাকীর্তি নারায়ন সাধুর আশ্রম। সাধুর বাড়ী ছিল উড়িষ্যা। উড়িষ্যা থেকে সাধু একটি বৃহৎ প্রস্তর খন্ড এনে আশ্রম স্থাপন করেন। এখানে পাথর আর ত্রিশুল পূজিত হচ্ছে। এখানে পাকা ভবন নির্মিত হয় ১৩৪৮ সালে। সাধুর আশ্রম হিসাবে এখনো এখানে ভক্তগণেরা জমায়েত হন।

যাতায়াত ব্যবস্থাঃ
মানিকগঞ্জ শহর থেকে রিক্সাযোগে যেতে হয়। দূরত্ব কিঃমিঃ। রিক্সাভাড়া ২৫/- টাকা।

Post a Comment

Previous Post Next Post