Mtabbar Nagar Travel to the River মাতাব্বর নগর নদী ভ্রমন
এ
এলাকায় বসবাস করতেন আবুল কাশেম নামের এক লোক। যার
অনেক জমি ছিলোে এবং এই এলাকা তিনি
পরিচালনা করতেন। তাই তার নাম রাখা হয় আবুল কাশেম
মাতাব্বর। যার ফলে তার নামে নাম করণ করা হয় মাতাব্বর নগর
এলাকা । তিনিএই মাতাব্বর
নগরে প্রতিষ্ঠা করেছেন মাতাব্বর নগর মাদ্রসা এবং মাতাব্বর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এ সব প্রতিষ্ঠান
হতে শত শত শিক্ষর্থী
শিক্ষিত হয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত মানুষ হিসেব গড়ে তুলতে সক্ষম হয়।
কিভাবে যাওয়া
যায়:
ঢাকা,
চট্টগ্রাম বিভিন্ন বিভাগ ও জেলা থেকে
বাস যোগে লক্ষ্মীপুর জেলার ঝুমুর বাসস্ট্যান্ডে নামতে হবে। তারপর কমলনগর উপজেলায় আসার জন্য মিনিবাস বা সিএনজি যোগে
কমলনগর উপজেলার হাজির হাট বাজারে নামতে হবে এবং রিক্সা বা সিএনজি যোগে
সাহেবেরহাট ইউনিয়নের মেঘনানদীর তীরে যাওয়া যাবে।