Matamuhuri River মাতামুহুরী নদী
প্রাকৃতিক
বৈচিত্র ওদিক- চাঞ্চল্য মাতামুহুরী নদী কাকারায় আরেক মাদকতা। মাতামুহরী নদীরকূলে/ বালুর চরে উপর দাঁড়িয়ে নদী ও তার দুপাশে
অনুপমতা সবুজাভপ্রসূনমন -প্রাণকে বিমুগ্ধ করে তোলে। এখানে ছ’মাস যেন
বসন্ত। দক্ষিণ আর উত্তরে বিস্তর
ফারাখ, একদিকে
কাশ্মিরতা অন্য দিকে নেপাল। সমলতার মাঝে অরুণ প্রীতিতে চেয়ে অনেক নব্য ভাস্কর। মাতামুহুরী কাজল কালোজল, তার উপর পানির ঢেউ খেলানো জল, পাশে এলোমেলো পাহাড়ের সুবিন্যস্ত সজ্জা যেন নিঃসীম বিভোরতা। সকালে কাকারা সুবণ কাশবন সবুজ নিগাঢ়, দূপুরে রুপালী কাননেচকচক প্রবাল, বিকেলে দিগন্তের আকুতিতে জীবনের সমাহার, সন্ধ্যায় নিঝুম নিস্তব্ধতা সুখেশ্বরমন্দির। পুরোটাই এক অপ্রকাশিত অনুভব।
অবগাহনের মৃদঙ্গ প্রকাশ, প্রকৃতির প্রতুলপ্রতিমা–প্রকাশের অবকাশক্ষীণ, স-নয়ন ব্যতিরেকে।
ট্রতিদিন পাঁচবার আজানের পুতশব্দে সমুদ্রের জলআর নদীর কাকলি মিশে একাকার হয়ে যায় সৃষ্টার শ্রেষ্টে।
কিভাবে যাওয়া
যায়:
সিএনজি
বা পদব্রজে