Madhabpur Lake মাধবপুর লেইক


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানে লেকটির অবস্থান। এটি শ্রীমঙ্গল থেকে ১৫ কিঃমিঃ পুর্বে  অবস্থিত। মাধবপুর লেকের ঝলমল পানি, ছায়াসুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি মনোমগ্ধকর করে তুলে। লেকে নিচে রয়েছে হাজার হজার জীবন্ত গাছ। শত বছর আগে পাহাড়ী পানি জমে এর সৃষ্টি। ব্রিটশ আমলে ইংরেজরা সেখানে বাঁধ দয়িে পানি আটকায় এবং সে পানিতে তারা স্পীড বোট নৌকা চড়তো শত বছর আগেই ব্রিটশরা স্থানে বিনোদনের খোড়াক মেটাতো। ১৯৬৭ এবং ১৯৬৯ সালে লেকের বাঁধ ভেঙ্গে সব পানি চলে গিয়েছিল। পরর্বতীতে পাঞ্জাবী এক বাগান ব্যাবস্থাপক পাথর এনে শক্ত করে  এখানে বাঁধ দেন এর পর থেকে আর বাঁধ ভাঙ্গেনি। এখানে রয়েছে ১০/১২ কেজি ওজনের বড় বড় মাছ। শ্রীমঙ্গল পরিবেশবিদ সিতেশ রঞ্জন দেব ব্যাক্তি উদ্যোগে লেকে হাজার হাজার মাছের পোনা অবমুক্ত করেছেন।

Post a Comment

Previous Post Next Post