মৌলভীবাজার
জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানে লেকটির
অবস্থান। এটি শ্রীমঙ্গল থেকে ১৫ কিঃমিঃ পুর্বে অবস্থিত।
মাধবপুর লেকের ঝলমল পানি, ছায়াসুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি মনোমগ্ধকর করে তুলে। এ লেকে নিচে
রয়েছে হাজার হজার জীবন্ত গাছ। শত বছর আগে
পাহাড়ী পানি জমে এর সৃষ্টি। ব্রিটশ
আমলে ইংরেজরা সেখানে বাঁধ দয়িে পানি আটকায় এবং সে পানিতে তারা
স্পীড বোট ও নৌকা চড়তো
। শত বছর আগেই
ব্রিটশরা এ স্থানে বিনোদনের
খোড়াক মেটাতো। ১৯৬৭ এবং ১৯৬৯ সালে এ লেকের বাঁধ
ভেঙ্গে সব পানি চলে
গিয়েছিল। পরর্বতীতে পাঞ্জাবী এক বাগান ব্যাবস্থাপক
পাথর এনে শক্ত করে এখানে
বাঁধ দেন এর পর থেকে
আর বাঁধ ভাঙ্গেনি। এখানে রয়েছে ১০/১২ কেজি
ওজনের বড় বড় মাছ।
শ্রীমঙ্গল পরিবেশবিদ সিতেশ রঞ্জন দেব ব্যাক্তি উদ্যোগে এ লেকে হাজার
হাজার মাছের পোনা অবমুক্ত করেছেন।