Kazi Jame Mosque কাজীর জামে মসজিদ

 Kazi Jame Mosque কাজীর জামে মসজিদ


কাজীর জামে মসজিদ সাতকানিয়া উপজেলার ফুলতলা স্টেশনে অবস্থিত। অনেকদিন আগে থেকে এ অঞ্চলে প্রায় বনোময় একটা স্থানে একটা মাটির দেয়ালে বেস্টিত একটি মসজিদ ছিল। যেখানে শুনা যেত নাকি অলৌকিক আজান। যদি ও মানুষ ভর দুপুরে একা চলাফেরা করতনা ভয়ে। কিন্তু এত ভয় ভীতি থাকা সত্ত্বেও একজন লোকের ভয় থাকত না কোনো মুহূর্তে । আর সেই ব্যক্তি হলেন দক্ষিণ কাঞ্চনা গুড়গুরী গ্রামের পুরুষ জনাব আবদুছ ছালাম । তিনি দীর্ঘ ৫০ বছর ধরে এ মসজিদের খেদমতে আছেন। দু:সময়েও তিনিই একমাত্র মোয়াজ্জিন  তথা মসজিদের খাদেম হিসেবে কাজ করেছেন এবং আজো পরযন্ত  আযান সকলের কানে  পৌছে দেয়ার দুঃসাহস চালিয়া যাচ্ছে সময়মত, প্রায় ১২০ বছর বয়সেও। কালের পরিক্রমায় মানুষ ধীরে ধীরে এই মসজিদের অলৌকিক বৈশিস্ট্য অনুধাবন করতে পেরে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে থাকে এবং খেদমতে নিয়োজিত ব্যক্তিগণ মসজিদের বাহ্যিক অবস্থার পরিবরতন আনে। যা সহযোগিতায় অবদান রাখেন মরহুম কাজী আতাউল্লাহ সাহেব নামে মুরুব্বি। এই মসজিদের আওতায় আজ গড়ে উঠেছে কাজীর জামে মসজিদ কমপ্লেক্স। যেখানে ধীরে ধীরে গড়ে উঠেছে  শাহ রশিদয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হেফজও এতিমখানা, নুরানী বিভাগ, শাহ রশিদিয়া ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রাসা, শাহ রশিদিয়া মাদ্রাসার হোস্টেল। এই কমপ্লেক্সের ভিত্তি গঠনে অবদান রাখেন জনাব মরহুম আবদুল হাকিম, চেয়ারম্যান। বর্তমানে সারা দেশ থেকে এই মসজিদে আসে শত শত লোক ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে।

কিভাবে যাওয়া যায়:
চট্টগ্রাম শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিনে সাতকানিয়া উপজেলা থেকে সিএনজি বা বাসযোগে ১৫-২৫ টাকা ভাড়ায় ফুলতলা স্টেশন তথা কাজীর জামে মসজিদ গেইট।

Post a Comment

Previous Post Next Post