Kalichar Sanko (Bhabaniganj-Tomachar) কালিরচর সাঁকো (ভবানীগঞ্জ-টুমচর)
এই স্থানটি খুবই সুন্দর স্থান । এলাকার লোকজন মিলে এই সাকো তৈরী করেছে। সাকোটি তৈরী করতে প্রায় ৫০০০০ হাজার টাকা খরচ হয়। এলাকার লোক জন এই টাকা বহন করে থাকে। সাকোটি পার হতে প্রায় ৫ মিনিট সময়। এই সাকো দিয়ে দুইটি ইউনিয়নের যাওয়া আসা যায়। সাকোটি তৈরী হয়েছে ২০১৩ এর জুন মাসে ।
কিভাবে যাওয়া যায়:
ভবানীগঞ্জ চৌরাস্তা
থেকে ৩
কিলোমিটার পশ্চিমে
রিক্সা দিয়ে
যাওয়া যায়।
অথবা টুমচর
দিয়ে ৪
কিলোমিটার পশ্চিমে
রিক্সা অথবা
সিনজি দিয়ে
যাওয়া যায়।