কদম
রসুল দরগাহ নারায়ণগঞ্জ জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান। দরগাটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর কোল ঘেষে অবস্হিত। ধারণা করা হয় দরগায় রক্ষিত
পাথরের ফলকের উপর অদ্ভুত পদচিহ্নটি প্রকৃতপক্ষে হযরত মুহম্মদ (সা:) এর পদচিহ্ন। যদিও
বিষয়টি নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেন। পাথরের ফলকটি আকারে প্রায় ২৪০০ বর্গ সে: মি: এবং অনেকটা মানুষের পায়ের পাতার আকৃতিতে কাটা ।
ইতিহাসবিদদের
মতে মাসুম খান কাবুলী নামে একজন আফগান রাজা/সেনাপ্রধান সপ্তম শতাব্দীতে এই নিদর্শনটি একজন
আরব সওদাগর এর নিকট থেকে
সংগ্রহ করেন। বর্তমানে যে মঠের ভেতরে
কদম রসুলে ফলকটি রক্ষিত সেটি ১৭৭৭-৭৮ খ্রী: গোলাম
নবী নামে ঢাকার একজন জমিদার এর হাতে নির্মিত।
কদম রসুল এর ফলকটি মঠের
কেন্দ্রে অত্যন্ত যত্নের সাথে সংরক্ষিত। হযরত মুহাম্মদ (সা:) এর প্রতি শ্রদ্ধা
জানাতে প্রতিদিন বহু ধর্মপ্রাণ মুসলিম এই দরগায় আসেন।
দরগার ভেতরে মঠটি ছাড়াও একটি বিশাল মসজিদ রয়েছে। বিশেষ করে দরগার প্রবশদ্বারের নির্মাণশৈলী সবার নজর কেড়ে নেয়। নারায়ণগঞ্জ ছাড়াও চট্রগ্রামে এরকম আরো দুইটি দরগাহ রয়েছে। তবে নবীগঞ্জে অবস্থিত
কদমরসুল দরগাটিই সর্বাধিক পরিচিত ।
কিভাবে যাওয়া
যায়:
ঢাকার
গুলিস্তান থেকে বাসযোগে নারায়ণগঞ্জ শহরের ২নং লঞ্চ ঘাট থেকে নৌকা পার হয়ে বন্দর উপজেলার ঘাটে নেমে রিকশাযোগে কদম রসুল দরগায় যাওয়া যাবে।
No comments:
Post a Comment