Jor Bangla Temple জোড় বাংলা মন্দির

Jor Bangla Temple জোড় বাংলা মন্দির


বালিয়াকান্দির অদুরে নলিয়াগ্রামে দুটি এক বাংলা মন্দির পাশাপাশি অবস্থিত যা জোড় বাংলা মন্দির নামে পরিচিত। এর মধ্যে একটি চূড়া যুক্ত  অপরটি চূড়া বিহীন। এর নির্মাণ কাল ১৬৫৫ সাল। নির্মানশৈলী উড়িষ্যার গৌরীয় রীতি। রাজা সীতারাম রায় মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রী কৃষ্ণ রাম চক্রবর্তী রাজার অনুরোধে নলিয়া গ্রামে আসেন এবং দেব মন্দির বিগ্রহ গুলির রক্ষনাবেক্ষনের দায়িত্বভার গ্রহণ করেন।

কিভাবে যাওয়া যায়:
বালিয়াকান্দি বাস স্টান্ডে নেমে অটো টেম্পু, ইজিবাইক, বাস অথবা নসিমন(স্যালো ইঞ্জিন চালিত যান) যোগে জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম গেলে জোড় বাংলা মন্দির এর দেখো মিলবে। ফরিদপুরের মধুখালি উপজেলা থেকে খূব সহজেই স্থানটি দর্শন করা যেতে পারে। বালিয়াকান্দি হতে সড়ক পথে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।


Post a Comment

Previous Post Next Post