Hanging Bridge Rangamati ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি

 Hanging bridge ঝুলন্ত ব্রিজ


সদর উপজেলার তবলছড়ি এলাকায় নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ সেতুটির অবস্থান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ১৯৮৬ সালে এই সেতুটি নির্মাণ করে। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ভর করে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন সেতুটি দেখতে জলপথে স্থলপথে যে কোন মাধ্যমে সহজে যাওয়া যাবে। বর্তমানে সেতুটি রাঙ্গামাটির প্রতীক হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে।

কিভাবে যাওয়া যায়:
রাঙ্গামাটি শহরের তবলছড়ি হয়ে সড়ক পথে সরাসরিপর্যটন কমপ্লেক্সেযাওয়া যায়। এখানে গাড়ি পার্কিং-য়ের সুব্যবস্থা রয়েছে। যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে সার্ভিস বাসে করে আসবেন তাদের তবলছড়িতে নেমে অটোরিক্সাযোগে রিজার্ভ করে (ভাড়ার পরিমাণ আনুমানিক ৮০-১০০/-) যেতে হবে

Post a Comment

Previous Post Next Post