Gazipur National park গাজীপুর ন্যাশনাল পার্ক



গাজীপুর সদরও শ্রীপুর উপজেলায় অবস্থিত।দেশের অন্যতম বৃহৎ উদ্যান। ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার পৃথিবীর অন্যান্য উন্নত দেশের আদলে অভয়ারণ্যের ছাঁচে, আরন্যিক পরিবেশরক্ষণ এবং মানুষ ও পরিবেশের নিবিড় সম্পর্কের কথা বিবেচনা করেই ভাওয়াল শাল অরণ্যে এই উদ্যান গড়ে তোলে। এখানে বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে। এখানে ১৩টি কটেজ ও ৬টি রেষ্টহাউজ রেয়েছ। রাত যাপনের জন্র অনুমতি প্রদান হয় না।জিরো পয়েন্ট হতে শ্রীপুর গামী বাসে যাতায়াত করা যায়।

কিভাবে যাওয়া যায়:

ঢাকা থেকে বাসে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনবিংহ বোডে ৮ কিলো দূরত্বে অবস্থিত। ট্রেনেও যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post