Furmon Hills Rangamati ফুরমোন পাহাড় রাঙ্গামাটি

Furmon Hills Rangamati ফুরমোন পাহাড় রাঙ্গামাটি


কতুকছড়ি যাওয়ার পথে রাস্তার পাশেই এ পাহাড়টি অবস্থিত। এ পাহাড় থেকে পুরো শহর দেখা যায়। এমনকি মেঘ না থাকলে চট্টগ্রাম শহরও দৃষ্টিগোচর হয়। এখানে আছে আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র। শহরের কোলাহল ছেড়ে এখানে নিরিবিলি পরিবেশে এক বেলা কাটিয়ে যাওয়া যায়। তবে এ স্থানে একা একা যাওয়া ঠিক হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করে কিংবা তাদের সহযোগিতা নিয়ে যাওয়া উচিত।

থাকা-খাওয়ার ব্যবস্থাঃ-উক্ত স্থানে থাকা-খাওয়ার কোন ব্যবস্থা নেই। মূল শহর হতে খুব বেশি দুরে নয়। তাই শহর থেকেই এ স্থানে যাওয়া যায়। সাথে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য দ্রব্যাদি রাখা যেতে পারে।

কিভাবে যাওয়া যায়:
শহর থেকে অটোরিক্মা কিংবা অন্য কোন মটরগাড়িযোগে পাহাড়ের পাদস্থলে যাওয়া যাবে। পরে হেঁটে পাহাড়ে উঠতে হবে।

Post a Comment

Previous Post Next Post