Char kukri mukri চর কুকরি মুকরি





বিগত এক দশক আগে চর কুকরি মুকরিতে বন্য়ন কর্মসূচি হাতে নেয়া হয়, যা থেকে এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিনত হয় ।। এছাড়া চর কুকরি মুকরি বিভিন্ন বনে হরিণ দেখথতে পাওয়া যায় এখানে নারিকের বাগান রয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায় এখানে মেঘনা নদীর ঢেউ এমন রূপ পায় যা দেখলে মনে হবে আপনি সাগরের কোন সৈকতে অবস্থান করছেন এখানে আছে বালু চর এখানে আসলে নিজেকে আর ধরে রাখতে পারবেননা  প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করবে

কিভাবে যাওয়া যায়:
ভোলা থেকে প্রথমে চর ফ্যাশন এর চর ক্চ্ছপিয়াতে যেতে হবে সেখান থেকে ট্রলার, নৌকা আথবা ছোট ছোট লঞ্চ দিয়ে চর কুকরি মুকরি যাওয়া যায়

Post a Comment

Previous Post Next Post