Bhom Rajar Dighi ভোম রাজার দিঘী

 Bhom Rajar Dighi ভোম রাজার দিঘী


কথিত আছে যে, আজ থেকে প্রায় ৩০০ বৎসর আগে ভোমরাজারা এই গ্রামে বসবাস করত। এক সময় রাজার পরিবারের লোকজন ব্যবহারের পানি নিয়ে খুব সংকট দেখা দেয়। তারপর রাজা এই কষ্ট দেখে এক রাতের মধ্যে  প্রায় ২০ একর জায়গার মধ্যে এই দিঘি খনন করেন।

কিভাবে যাওয়া যায়:
জকসিন বাজারের পশ্চিমে পুলিশ লাইন সংলগ্ন রাস্তা দিয়ে সি, এন,জি অথবা রিক্সা যোগে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post