Aryapur Dharmojal Forestry Rangamati, আর্যপুর ধর্মোজ্জল বনবিহার, রাঙ্গামাটি
বাঘাইছড়ি উপজেলা
সদর হতে সড়কপথে মাত্র ৩ কি.মি দুরে বনবিহার অবস্থিত। অনুমতি সাপেক্ষে এখানে প্রবেশ
করে দেখতে পাবেন পাহাড়ের উপর মনোরম পরিবেশে বৌদ্ধদের সাধনা কেন্দ্র। প্রায় ২০ একর
এলাকাজুড়ে বেষ্টনির মধ্যে আগার বাগান রয়েছে। এছাড়াও নানা রকম ফল-ফলাদি বাগানও
রয়েছে এখানে।
থাকা-খাওয়ার
ব্যবস্থাঃ-বাঘাইছড়ি উপজেলা সদরে আবাসিক হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া
যায়:
যাতায়াত
ব্যবস্থাঃ-রাঙ্গামাটি থেকে নৌপথে লঞ্চযোগে অথবা সড়কপথে বাঘাইছড়ি যাওয়া যায়।
রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭.৩০ থেকে ১০.৩০ ঘটিকার মধ্যে লঞ্চ
ছাড়ে। ভাড়া জনপ্রতি ১৪০-২০০ টাকা। সময় লাগে ৫-৬ ঘন্টা। বাস টার্মিনাল থেকে সকাল
৭.৩০ থেকে ৮.৩০ ঘটিকার মধ্যে বাস ছাড়ে, ভাড়া জনপ্রতি ২০০ টাকা। সময় লাগে ৬-৭ ঘন্টা। এছাড়াও চট্টগ্রাম থেকে সরাসরি
বাঘাইছড়ি যাওয়া যায় অথবা খাগড়াছড়ি হয়েও যাওয়া সম্ভব। ঢাকা থেকেও সরাসরি বাঘাইছড়ি
যাওয়া যায়। বাঘাইছড়ি থেকে মোটর সাইকেল অথবা সিএনজি করে এই বনবিহারে পৌঁছানো যায়।