প্রায়
১৩
একর ভূমির উপর প্রতিষ্ঠিত হয়েছে নয়নাভিরাম বিনোদন পার্ক অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। বিশাল আয়োজনে পাহাড়-টিলা এবং চা বাগান এলাকায়
মনমুগ্ধকর পরিবেশে নির্মিত হয়েছে এ পার্কটি। এখানে
সব সময়ই দর্শনার্থীদের ভিড় থাকে। কয়েকজন প্রবাসী সিলেটির উদ্যোগে প্রতিষ্ঠিত এ পার্কে ইতিমধ্যেই
প্রায় ২৫টি রাইড স্থাপন করা হয়েছে। আর এসব রাইডের
মাঝে সবচেয়ে উপভোগ্য রাইড হচ্ছে জারেন্ট হুইল। এ রাইডে উঠলে
পুরো বিমান বন্দর এলাকা ও চা বাগানের
সৌন্দর্য উপভোগ করা যায়। ছোট ছোট টিলা কেটে পরিপাটি করে সাজানো নয়নাভিরাম এই পার্কটি অল্প
সময়েই দর্শনার্থীদের মন আকৃষ্ট করতে
সক্ষম হয়েছে। এ পার্কের আরেকটি
উপভোগ্য রাইড হচ্ছে মিউজিকের তালে তালে পানির নৃত্য।
কিভাবে যাওয়া
যায়:
সিলেট
সিটি থেকে ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের রাস্তায় উক্ত পার্কের অবস্থান। সিলেট আম্বর খানা মসজিদের পূর্ব থেকে অটোরিক্সা দ্বারা উক্ত স্থানের যাতায়াত।