The Limpid Botanic Garden লিমপিড বোটানিক্যার গার্ডেন


স্থাপিত-১৯৯০, জায়গা-প্রায় ৭ একর, উদ্ভিদ-কাঠ উৎপাদন কারী গাছ, ফলজ উদ্ভিদ,বিভিন্ন রকমের ফুর গাছ,ঔষধি গাছ, বিভিন্ন রকমের বাঁশ গাছ,শোভা বর্ধনকারী গাছ,ড্রাসিনা,ম্যারেন্ডা,ক্যাক্টাস,পাম গাছ সহ মোট ৩৫০ প্রজাতির গাছ রয়েছে।
প্রানী-বিভিন্ন জাতের কবুতর,টিটি মুরগি,তার্বি,মুরগি,ছাগল,গরু,খরগোশ,গিনিপিগ,খাটাশ,বানর,রাজহাস ইত্যাদি নিয়ে মিনি চিড়িয়াখানা গঠিত।

কিভাবে যাওয়া যায়:
যাতায়াত-সাতক্ষীরা কালীগজ্ঞ মহাসড়কের পারুলিয়া কদবেলতলা মোড় হতে সুবর্নাবাদ রোডের ১ কিঃ মিঃ দূরে পূর্ব গা ঘেষে লিমপিড বোটানিক্যার গার্ডেন অবস্থিত।

Post a Comment

Previous Post Next Post