Rakhal Shah's shrine রাখাল শাহ এর মাজার


 Rakhal Shah's shrine রাখাল শাহ এর মাজার


রাখাল শাহ হচ্ছেন একজন আওলিয়া বা পীর যার কারনে এখানে তার ভক্তগন সব সময় থাকে এবং জিকির আজগার গান বাজনা করে ১৫র ভাদ্র প্রতি বছর রাখাল শাহ মেলা আয়োজন করা হয়।

কিভাবে যাওয়া যায়:
চুয়াডাঙ্গা থেকে বাসযোগে ৩০ কিঃ মিঃ আসার পর পিয়ারা তলা বাজার এর স্টান নেমে ভ্যান অথবা রিক্সাই করে আলীপুর এর দিকে যেতে হবে এবং এই রাস্তার মধ্যে একটা বটগাছ ওয়ালা বাজার আছে সেই বাজারের কাছেই রাখাল শাহ এর মাজার

Post a Comment

Previous Post Next Post