রাজা
ইন্দ্র নারায়ন নলডাঙ্গায় অত্যন্ত সুন্দর এ মন্দিরটি নির্মাণ
করেছিলেন। বর্গাকারে নির্মিত এ মন্দিরের প্রত্যেক
বাহুর দৈর্ঘ্য বাইরের দিকে ছিল ৩৯ ফুট ৩
ইঞ্চি মাপের। গর্ভ- মন্দিরের উপরে ১টি এবং চারকোণে ৪টি চূড়া ছিল। প্রতিষ্ঠিত বিগ্রহের নামকরণ করা হয়েছিল "ইন্দ্রেশ্বরী'। পরে এর
নাম রাখা হয় "সিদ্ধেশ্বরী'। ১৮৬৫ সালের
বেশ কিছুকাল আগে মন্দিরটি নির্মিত হয়েছিল।
কিভাবে
যাওয়া যায়:
ঝিনাইদহ
থেকে বাস অথবা সিএনজি দ্বারা এই নলডাঙ্গা মন্দিরে
যাওয়া যায় ( ঝিনাইদহ জেলা সদর হতে ২০ কি.মি)