১৮৬৯
সালে কুষ্টিয়া পৌরসভা গঠিত হয়। কুষ্টিয়ার বিখ্যাত নীলকর টি. আই কেনী নীল
ব্যবসার স্বার্থে এ শহরে একটি
বিশাল ভবন নির্মাণ করেন। ২১০ একরের উপর নির্মিত এ ভবনের কক্ষ
ছিল ৫০টি যা ক্রিসেন্ট বিল্ডিং
নামে পরিচিত ছিল। এখানেই নব গঠিত কুষ্টিয়া
মহকুমা দপ্তর, কোর্ট ও মিউনিসিপ্যাল দপ্তর
গড়ে উঠে। তবে বর্তমানে ভবনটি জরাজীর্ণ। পরবর্তীতে ১৯৬৬ সালে এ শহরের এক
বিত্তবান জমিদার সতীশ শাহর বাড়ীতে বর্তমান
পৌরভবনটি স্থানান্তর করা হয়।