Kushtia Municipal Building কুষ্টিয়া পৌরভবন





১৮৬৯ সালে কুষ্টিয়া পৌরসভা গঠিত হয়। কুষ্টিয়ার বিখ্যাত নীলকর টি. আই কেনী নীল ব্যবসার স্বার্থে শহরে একটি বিশাল ভবন নির্মাণ করেন। ২১০ একরের উপর নির্মিত ভবনের কক্ষ ছিল ৫০টি যা ক্রিসেন্ট বিল্ডিং নামে পরিচিত ছিল। এখানেই নব গঠিত কুষ্টিয়া মহকুমা দপ্তর, কোর্ট মিউনিসিপ্যাল দপ্তর গড়ে উঠে। তবে বর্তমানে ভবনটি জরাজীর্ণ। পরবর্তীতে ১৯৬৬ সালে শহরের এক বিত্তবান জমিদার সতীশ শাহর বাড়ীতে  বর্তমান পৌরভবনটি স্থানান্তর করা হয়।

Post a Comment

Previous Post Next Post