Jabaibil জবাইবিল

নওগাঁ জেলার সাপাহার উপজেলায়  জবাই বিল মৎস্য উৎপাদনের একটি বড় উৎস। এটি একটি জলমহাল। আয়তন ৪০৩ হেক্টর। জলমহালটি ২০২০ সাল পর্যন্ত  ২০ বৎসরের জন্য মৎস্য বিভাগে হস্তান্তরিত হয়। প্রতি ০৫ বৎসর আন্তর  নবায়নযোগ্য। বিলটি বর্ষা মৌসুমে অত্যন্ত সুন্দর আকার ধারণ করে এবং বহু পর্যটক আসে।

কিভাবে যাওয়া যায়:
জেলা শহর হতে বাসযোগে আনুমানিক ২ ঘন্টা থেকে ২ঘন্টা ৩০ মিনিট লাগবে

Post a Comment

Previous Post Next Post