নদী মাত্রিক
দেশ আমাদের এ বাংলাদেশ । সাপাহার উপজেলার দর্শনীয় স্থান গুলোর মধ্য হাপানিয়া খেয়াঘাট
অন্যতম। ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলার মধ্যদিয়ে পূর্নভবা নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। এ নদী বিভক্ত করেছে
বাংলাদেশ এবং ভারতকে। হাপানিয়া ঘাট নামক স্থানে এ নদীটির উপর একটি ব্রিজ তৈরী করা হয়েছে।যাতে
করে এখান কার অপরুপ সৌন্দর্য পর্যটকদের মন কিছুক্ষনের জন্য হলেও প্রশান্ত করেদেয়। আর
এ নদীকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক জেলে পরিবার। আর এ নদী থেকে সংগ্রহ করা হয়ে
থাকে বিভিন্ন প্রজাতির মাছ যা, দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী করা হয়ে থাকে । এনদী বক্ষ
থেকেই অবলোকন করা যায় নদী মাতৃক আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য।
কিভাবে যাওয়া
যায়:
সাপাহার উপজেলার
জিরো পয়েন্ট হতে বাস/অটোরিক্সা/ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে গোয়ালা ইউনিয়নে যেতে হবে।
তার এখান হতে পায়ে হেটে বা ভ্যানে করে হাপানিয়া খেয়া ঘাটে যেতে হবে। এই হাপানিয়া ঘাট
থেকেই পূর্নভবা নদীর অপরুপ দৃশ্য অবলোকন করা যায়। উপজেলা সদর হতে ১৫ কিঃমিঃ দূরত্ব।