Garaitupi Amravati fair গড়াইটুপি অমরাবতী মেলা

Garaitupi Amravati fair গড়াইটুপি অমরাবতী মেলা


হযরতখাজা মালিক উল গাউস (রাঃ) একজন সাধক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলাতিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামে একটি নির্জন মাঠে আস্তানা গড়ে তোলেন।সেখান থেকে তিনি ইসলাম ধর্ম প্রচার করতেন। এলাকায় পীর হিসেবে পরিচিতি লাভকরেন। ঐখানের তিনি বাংলা সনের আষাঢ় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গড়াইটুপিগ্রামের মাঠের মধ্যে তার মাজার আছে। প্রতিবছর আষাঢ় হযরত খাজা মালিক উলগাউস (রাঃ) স্মরণে সাত দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। যাহা মেটেরী মেলাপরিচিত।

সর্তকতা:আবাসন সুবিধা নেই। বিধায় দিনের আলোয় নিজ স্থানে ফিরে আসতে হবে।

কিভাবে যাওয়া যায়:
চুয়াডাঙ্গা শহর থেকে সরোজগঞ্জ বাজার তারপর ভ্যান যোগে তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামে হযরত খাজা মালিক উল গাউস (রাঃ) এর মাজার অবস্থিত।

Post a Comment

Previous Post Next Post