খুলনা
জেলার ফুলতলা উপজেলাস্থ দক্ষিণডিহিতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় দক্ষিণডিহির দ্বিতল ভবনটি খুলনা যশোর পাকা সড়কের বেজেরডাঙ্গা বাস স্টপের এক মাইল পূর্বে
অবস্থিত। এই দ্বিতল ভবনের
উপর একটি চিলে কোঠা রয়েছে। মূলভবনের নীচতলায় ৪টি এবং দ্বিতীয় তলায় ২টি কক্ষ রয়েছে। দক্ষিণ দিকে একটি বারান্দা আছে। ভবনের স্থাপত্য ও গঠন কাঠামোতে
বৃটিশ যুগের স্থাপত্যরীতির প্রভাব সুস্পষ্ট। সম্ভবত উনবিংশ শতাব্দীর শেষদিকে এই ভবন নির্মিত
হয়েছিল।
কিভাবে যাওয়া
যায়:
খুলনা
থেকে বাসে ফুলতলা উপজেলায় গিয়ে, সেখান থেকে অটোরিক্সা কিংবা স্থানীয় বাহনে যাওয়া যায়।