ইতনার বিশিষ্ট কথা সাহিত্যিক নীহাররঞ্জন গুপ্তের পৈত্রিক নিবাস

এটি ইতনার বিশিষ্ট কথা সাহিত্যিক ডাঃ নীহাররঞ্জন গুপ্ত পৈত্রিক নিবাস, এখানে আছে তাঁর গড়া বাস ভবন এবং ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। তাছাড়া তাঁর উদ্ভোধনকৃত বিভিন্ন ফলক। বাড়িটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। এর দুই দিক দিয়ে দুটি গেট রয়েছে। সব কিছু মিলিয়ে এটি একটি দেখার মত জায়গা।
ডাঃ নীহাররঞ্জন গুপ্ত (১৯১১-১৯৮৬)একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি ছিলেন জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসক। তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা হিসেবে উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন।

অবস্থান:
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়:
লোহাগড়া উপজেলা পরিষদ হতে পূর্ব দিক দিয়ে কুন্দশী গ্রামের মাঝ দিয়ে একই সড়ক দিয়ে ইতনা গ্রামে অবস্থিত। বর্তমান অবস্থানঃ নড়াইল>লোহাগড়া>ইতনা গ্রাম (মহাময়া মঠ)। দূরত্বঃ লোহাগড়া হতে আনুমানিক ১০ কি: মি:

Post a Comment

Previous Post Next Post