বাউফলের মৃৎশিল্প


বাউফলের মৃৎশিল্পীদের তৈরি বিলাস সামগ্রী এখন বিশ্ব বাজারে। পটুয়াখালীর বাউফলের মাটির তৈরি মৃৎশিল্প বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে নান্দনিক বৈচিত্রের শৈল্পিক সম্ভার নিয়ে এখন বিশ্ব বাজারের বিপনীতে ঠাঁই নিয়েছে। মৃৎশিল্পীদের মাটির তৈরি দৃষ্টিনন্দন বিলাস সামগ্রী ইটালি, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স , ডেনমার্ক, ইউকে, স্পেন , জাপান, ইউএস নিউজিল্যান্ডে বেশ চাহিদা থাকায় ওই সমস্ত দেশে রপ্তানি হয়। এখানে গার্হস্থ্য জীবনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন হাড়ি, পাতিল, কলস , থালা, বাসন , জলকান্দা, জালের কাঠি ইত্যাদি তৈরি করা হয়।

Post a Comment

Previous Post Next Post