তপনভাগ দিঘী - নড়াইল জেলা


তপনভাগ দিঘী - নড়াইল জেলা
 


বাগেরহাটের বিখ্যাত পীর হযরত খানজাহান আলী (রহ) কর্তৃক খননকৃত এই সুবিস্তৃত দীঘি ঘিরে বহু প্রাচীন কথকতা প্রচলিত রয়েছে। দীঘিটি আজও সারা বছর জুড়ে বিশেষত বর্ষায় প্রচুর পানি ধারণ করে এবং বিপুল পরিমাণ মৎস্য সম্পদের প্রাকৃতিক আধার হিসেবে এর বিশেষ ভুমিকা রয়েছে। দীঘির দুপাড়ে সবুজ প্রাকৃতিক শোভা প্রাণ জুড়িয়ে দেয়।
শীতকালেও দীঘিতে বিভিন্ন জাতের  প্রচুর মাছ পাওয়া যায়।
   
কিভাবে যাওয়া যায়:
তুলারামপুর থেকে সড়ক পথে ১৫ কি.মি।

No comments:

Post a Comment