Shah Zaki's Shrine শাহ জকির মাজার

 Shah Zaki's Shrine শাহ জকির মাজার


বৃহত্তর নোয়াখালীর বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন শ্যমপুরে  শাহসূফি সৈয়দ জকি উদ্দিন আল হোসাইনি চিশতী কাদেরী আল মোজাদ্দাদী(রা)চট্টগ্রাম পাটিয়া হয়ে ১২২২ বাংলা সনে এখানে এসে দায়রা শরীফ প্রতিষ্ঠা করেন এবং ইসলাম প্রচার করেন।তার পূর্ব পুরুষ ছিলেন বাগদাধের অধীবাসী।এই মাজারে প্রতি বছর (ছয়)দিন ব্যাপী উরশ এবং মাহফিল হয়ে থাকে এবং শত শত লোকের সমাগম হয়।এই মাজার দেখার জন্য অনেক লোক অনেক দূর থেকে আসে। এটি ৮নং করপাড়া ইউনিয়নের একটি জনপ্রিয় মাজার।

কিভাবে যাওয়া যায়:
৮নং করপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স গেইট থেকে রিক্সা যোগে কিছুদুর পরই শ্যামপুর বাজার সংলগ্ন শাহজকির মাজার অবিস্থিত ভাড়ার হার-১০টাকা। (জনপ্রতি সিএনজি যোগে) ভাড়ার হার -২০ টাকা। (রিক্সা যোগে)

Post a Comment

Previous Post Next Post