Satidah Temple সতীদাহ মন্দির

 Satidah Temple সতীদাহ মন্দির


বিদ্যাকুট ইউনিয়নের একটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান হল সতীদাহ মন্দির এই মন্দিরটি বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত ০১/০৮/১৯২৯ খ্রি: তারিখে সহমরন প্রথা বাতিলের পূর্বে, বিদ্যাকুট গ্রামের দেওয়ান বাড়ীর ভরতদ্যাজ রায় বর্মন সম্প্রদায় ভূক্ত স্বর্গীয় কীর্ত্তি চন্দ্র রায় বর্মনের স্ত্রী স্বর্গীয় চন্দ্রকলা রায় বর্মন স্বামীর সাথে সহমরন করেন আনুমানিক ১৭০০ সালের মাঝামাঝি সময়ে এই স্মৃতিসৌধ সতীদাহ মন্দিরটি নির্মিত হয়।

কিভাবে যাওয়া যায়:
উপজেলা সদর হতে নৌকা দিয়ে (ভাড়া ১৫/-) মেরকুটা বাজারে নেমে রিক্সা দিয়ে (২০ টাকা ভাড়া) মন্দিরে আসা যায়

Post a Comment

Previous Post Next Post