Satidah Temple সতীদাহ মন্দির
বিদ্যাকুট ইউনিয়নের একটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান হল সতীদাহ মন্দির । এই মন্দিরটি বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত । ০১/০৮/১৯২৯ খ্রি: তারিখে সহমরন প্রথা বাতিলের পূর্বে, বিদ্যাকুট গ্রামের দেওয়ান বাড়ীর ভরতদ্যাজ রায় বর্মন সম্প্রদায় ভূক্ত স্বর্গীয় কীর্ত্তি চন্দ্র রায় বর্মনের স্ত্রী স্বর্গীয় চন্দ্রকলা রায় বর্মন স্বামীর সাথে সহমরন করেন । আনুমানিক ১৭০০ সালের মাঝামাঝি সময়ে এই স্মৃতিসৌধ সতীদাহ মন্দিরটি নির্মিত হয়।
কিভাবে যাওয়া যায়:
উপজেলা সদর হতে নৌকা দিয়ে (ভাড়া ১৫/-) মেরকুটা বাজারে নেমে রিক্সা দিয়ে (২০ টাকা ভাড়া) মন্দিরে আসা যায় ।