Natghar Temple নাটঘর মন্দির

 Natghar Temple নাটঘর মন্দির


নবীনগর থানার নাটঘর গ্রামে একটি শিবমন্দির রয়েছে তিনশবছরেরও অধিক কাল আগে গ্রামেরই একটি পুকুর খননকালে একটি শিবমূর্তি পাওয়া যায় এবং বিগ্রহের মাধ্যমেই শিবমন্দির প্রতিষ্ঠ করা হয় কালো পাথরে তৈরী পাঁচ ফুট উচ্চতাবিশিষ্ট বিগ্রহের বিশেষত্ব এই যে, এটি দ্বাদশভোজ এবং অন্যান্য সামগ্রীর মধ্যে বাঁশী সুদর্শন চক্রও ধৃত রয়েছে অথচ হিন্দু শাস্ত্রে মুরলীধর বলতে একমাত্র কৃষ্ণকেই বোঝায় এবং সুদর্শন চক্র বিষ্ণুর অন্যান্য হাতে রয়েছে ত্রিশূল, গদা, ডুগডুগি ইত্যাদি মন্দিরটিকে কেন্দ্র করে প্রতি বছর শিব চতুর্দশীর পুণ্য তিথিতে ভক্ত-পুণ্যার্থীদের সমাগমে তিনদিন ব্যাপী এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়ে থাকে

কিভাবে যাওয়া যায়:
নবীনগর থেকে রিক্সা করে যাওয়া যায়

Post a Comment

Previous Post Next Post