Natghar Temple নাটঘর মন্দির
নবীনগর
থানার নাটঘর গ্রামে একটি শিবমন্দির রয়েছে । তিনশ’ বছরেরও
অধিক কাল আগে গ্রামেরই একটি পুকুর খননকালে একটি শিবমূর্তি পাওয়া যায় এবং এ বিগ্রহের মাধ্যমেই
শিবমন্দির প্রতিষ্ঠ করা হয় । কালো
পাথরে তৈরী পাঁচ ফুট উচ্চতাবিশিষ্ট এ বিগ্রহের বিশেষত্ব
এই যে, এটি দ্বাদশভোজ এবং অন্যান্য সামগ্রীর মধ্যে বাঁশী ও সুদর্শন চক্রও
ধৃত রয়েছে । অথচ হিন্দু
শাস্ত্রে মুরলীধর বলতে একমাত্র কৃষ্ণকেই বোঝায় এবং সুদর্শন চক্র বিষ্ণুর । অন্যান্য হাতে
রয়েছে ত্রিশূল, গদা, ডুগডুগি ইত্যাদি । এ মন্দিরটিকে
কেন্দ্র করে প্রতি বছর শিব চতুর্দশীর পুণ্য তিথিতে ভক্ত-পুণ্যার্থীদের সমাগমে তিনদিন ব্যাপী এক বিরাট মেলা
অনুষ্ঠিত হয়ে থাকে ।
কিভাবে যাওয়া
যায়:
নবীনগর
থেকে রিক্সা করে যাওয়া যায় ।