Nanupur Buddhist Vihar নানুপুর বৌদ্ধ বিহার

 Nanupur Buddhist Vihar নানুপুর বৌদ্ধ বিহার


নানুপুর গৌতম বিহার ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে অবস্থিত। বৌদ্ধ পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা উপলক্ষে এ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আগমন ঘটে। কঠিন চীবর দান উৎসবের সময় বিহার প্রাঙ্গনে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামক বিশেষ পোশাক দান করা হয়। চীবর হলো এক ধরনের পোষাক যা তুলো থেকে তৈরি হয় এবং অবশেষে ত্রি-চীবর প্রস্তুত হয়। ভক্তরা পুণ্যের আশায় প্রতি বছর এভাবে চীবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন। প্রবারণা পূর্ণিমার সময় ফানুস উড্ডয়নের অনুষ্ঠান নানুপুর গৌতম বিহারের অন্যতম আকর্ষণ।

কিভাবে যাওয়া যায়:
চট্টগ্রাম শহর থেকে নাজিরহাট বা খাগড়াছড়ির বাস যোগে ঝংকার নেমে সিএনজি যোগে নানুপুর গৌতম বিহার যাওয়া যাবে।

Post a Comment

Previous Post Next Post