Majer Masjid and Mirzakheel Darbar Sharif মাজের মসজিদ ও মির্জাখীল দরবার শরীফ

 Majer Masjid and Mirzakheel Darbar Sharif মাজের মসজিদ ও মির্জাখীল দরবার শরীফ


মাজের মসজিদঃ
ঐতিহ্যবাহী মাজের মসজিদটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়  অবস্থিত। অত্র মসজিদটি একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। উক্ত মসজিদে নামাজ পড়লে এবং ভালো কোন কিছুর নিয়ত করলে ভালো সফলতা পাওয়া যায়।

মির্জাখীল দরবার শরীফঃ
প্রায় দুই শত বছর আগে সাতকানিয়া মির্জাখিল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগিরি (র.)  হানাফী মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যেকোন দেশে চাঁদ দেখা গেলে রোযাও ঈদ সহ সকল ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দিয়েছেন। তারই উত্তরসুরি হযরত মাওলানা আবদুল হাই জাহাগীরির অন্যতম খলিফা চন্দনাইশ শাহ্ ছুফি দরবারের পীর হযরত মাওলানা শাহ্ছুফি আমজাদ আলী (র.) মুরিদ ও অনুসারীরা একই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছে।

কিভাবে যাওয়া যায়:
চট্টগ্রাম কক্সবাজার সড়কের কেরানীহাট হতে সিএনজি যোগে সাতকানিয়া মটরস্টেশন, তারপর রিকসা বা পায়ে হেটে মাজের মসজিদ এ আসা যায়। আর কেরানীহাট হতে সিএনজি যোগে সাতকানিয়া ডলুব্রীজ, তারপর সিএনজি যোগে মির্জারখীল দরবার শরীফে আসা যায়।

Post a Comment

Previous Post Next Post