Kollapathara Martyr Cemetery কোল্লাপাথর শহীদ সমাধিস্থল
কোল্লাপাথর
শহীদ সমাধিস্থলঃ কসবা উপজেলার দক্ষিণে ১০কিঃমিঃ দুরে ভারতীয় সীমান্তের সন্নিকটে বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সীমান্ত এলাকায় যুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে স্থানীয় জনসাধারণের উদ্যোগে স্থানীয় অধিবাসী আঃ মান্নান সাহেবের
নিজস্ব মালিকাধীন
পাহাড়ের চূড়ায় ৫১
জন মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়। সমাধিস্থলকে ঘিরে একটি পর্যটন স্পট গড়ে উঠেছে। জেলা পরিষদ কর্তৃক সমাধিস্থলের পার্শ্বে পর্যটকদের জন্য অত্যাধুনিক ডাকবাংলো ও মসজিদ কমপ্লেক্স
নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে আছে।
কিভাবে যাওয়া
যায়:
ব্রাহ্মণবাড়িয়া
শহর থেকে সিএনজি নিয়ে যাওয়া যায় ।