সংক্ষিপ্ত
বর্ণনাঃ
গোমতি নদীর
উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা রাজ্যের অমরপুর, উদয়পুর, সোনাইমুড়ী নামক স্থানের পাহাড়িয়া এলাকায় ।
এটি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কটকাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ
করে বুড়িচং, ব্রাক্ষ্মণপাড়া,
দেবিদ্বার, মুরাদনগর, তিতাস ও দাউদকান্দি উপজেলা হয়ে মেঘনা নদীতে
পতিত হয়েছে । বাংলাদেশ অংশে নদীটির দৈর্ঘ্য ৮৩ কিঃ মিঃ । এক সময় নদীটিকে
কুমিল্লার দুঃখ বলা হলেও বর্তমানে নদীর উভয় তীরে বাঁধ থাকার ফলে তা কৃষি ও সেচ
কাজে সুফল বয়ে এনেছে । যদি নদীর উভয় তীরে রাস্তা পাঁকা করা হয় তবে এটির
পর্যটনের গুরুত্বপূর্ণ স্থান হিসাবে গড়ে উঠার সম্ভাবনা রয়েছে ।
কিভাবে যাওয়া
যায়:
কোম্পানীগঞ্জ
বাজার হতে ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বাস/ ট্যাক্সিযোগে যাওয়া যায়।