উক্ত
চরভূতা জলাশয় ১৯৯০ সালে খনন হয়েছে। যাহা মোসলেহ উদ্দিন নিজাম জলাশয় নামে পরিচিত । উক্ত দর্শনীয়
স্থানে বিভিন্ন জায়গায় থেকে লোক আশে এবং যায় । উক্ত জলাশয়ে
প্রায় ৫ টি নৌকা
আছে। জলাশয় টি প্রায় ৩
কিলোমিটার। উক্ত জলাশয়ে চার পার্শ্বে ভিবিন্ন ফুল এবং বসার স্থান দ্বার সাজিয়ে তোলেছে।
কিভাবে যাওয়া
যায়:
লক্ষ্মীপুর
জেলাই লক্ষ্মীপুর সদর উপজেলা ১৭ নং ভবানীগঞ্জ
ইউনিয়ন এর চরভূতা গ্রামে
অবস্থিত। ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে ২ কিলোমিটিার পশ্চিমে
এই জলাশয় টি অবস্থিত। চৌরাস্তা
থেকে রিক্সা ভবানীগঞ্জ বাজার এর উপর দিয়ে
জলাশয়ে খুব সহজে যাওয়া যায়।