তিনটিলা বনবিহার
রাঙ্গামাটি
জেলার লংগদু উপজেলায় অবস্থিত তিনটিলা বনবিহার বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু বনভন্তে প্রথম কঠিন চীবর দান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এখানে
প্রতিবছর কঠিন চীবর দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ
অনুন্ঠানকে কেন্দ্র করে বিহার এলাকায় নারী-পুরুষের ঢল নামে। বিহার
এলাকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর।
থাকা-খাওয়ার ব্যবস্থাঃ-লংগদু উপজেলায় সীমিত আকারে আবাসন ও খাওয়ার সুবিধা
রয়েছে।
কিভাবে
যাওয়া যায়:
যাতায়াত
ব্যবস্থাঃ-রাঙ্গামাটি থেকে নৌপথে লঞ্চযোগে লংগদু যাওয়া যায়। রিজার্ভ
বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭.৩০ থেকে
১০.৩০ ঘটিকার মধ্যে লঞ্চ ছাড়ে। ভাড়া
জনপ্রতি ৯০-১৫০ টাকা। সময়
লাগে ৩-৪ ঘন্টা। লংগদু
সদর হতে মোটর সাইকেলযোগে অথবা পায়ে হেঁটে এই বিহারে পৌঁছানো যায়।