নারিকেল ও সুপারির বাগান
লক্ষ্মীপুর
জেলার রায়পুর ও রামগঞ্জ এলাকা
নারিকেল ও সুপারি চাষের
জন্য বিখ্যাত। বিশেষত দালাল বাজারের পশ্চিমে চর মন্ডল, রাখালিয়া
মহাদেবপুর, হায়দরগঞ্জের বিস্তীর্ণ নারিকেল ও সুপারি বাগারে
ছায়া সুনিবিড় পরিবেশ পর্যটকদের আকৃষ্টনা করে পারে না। নারিকেল গাছের চিরল পাতার ফাকে বাতাসের ঝাপটা, সুউচ্চসুপারি গাছের সারি পর্যটকদের দৃষ্টি আকর্ষন করবেই। সয়াবিন চাষের জন্য লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি বিখ্যাত। দেশের সয়াবিনের উল্লেখযোগ্য যোগান এ অঞ্চল থেকে
যায়।
কিভাবে যাওয়া
যায়:
লক্ষ্মীপুর
বাস ষ্টেন্ড থেকে সি এন জি
যোগে যাওয়া যায়। রায়পুর বাস ষ্টেন্ড থেকে সি এন জি
যোগে যাওয়া যায়। কমলনগর বাস ষ্টেন্ড থেকে সি এন জি
যোগে যাওয়া যায়।