Ivory bridge হাতিরপুল

 Ivory bridge হাতিরপুল


ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সরাইল উপজেলার বারিউড়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ১০০গজ পূর্বদিকে রাস্তার বামপাশে হাতিরপুলটি অবস্থিত। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ব অধিদপ্তর থেকে পুলটিকে সংস্খার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে দেওয়ান শাহবাজ আলী সরাইলের দেওয়ানী লাভের পর বর্তমান শাহবাজপুরে তার কাঁচারী নির্মাণ করেন কার্যোপলক্ষে সরাইলের বাড়ী এবং শাহবাজপুরে যাতায়াতের জন্য সরাইল থেকে শাহবাজপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন রাস্তাটি ১৬৫০খ্রি. নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয় উক্ত রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় কুট্টাপাড়ার মোড় হতে শাহবাজপুর পর্যন্ত এখনো টিকে আছে পরিত্যক্ত রাস্তাটিকে স্থানীয়রা জাঙ্গাল বলে ডাকে উক্ত জাঙ্গালটির উপরে পুলটি অবস্থিত। কথিত আছে দেওয়ানরা হাতির পিঠে করে চলাচল করতো এবং পুলটির গোড়ায় হাতি নিয়ে বিশ্রাম নেয়া হতো বলে এটিকে হাতির পুল নামে অভিহিত করা হয় হাতির পুলের নিচ দিয়ে নৌকা চলাচল করে পড়ন্ত বিকেলে এলাকার সৌন্দর্য পিপাষু জনসাধারণ এবং পার্শ্ববর্তী এলাকার উৎসাহী দর্শকরাও বিকেলের খানিকটা সময় এখানে কাটিয়ে যান

কিভাবে যাওয়া যায়:
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড মোড় এসে সিএনজি যোগে সরাসরি আসা যায়। উপজেলা চত্বর থেকে সিএনজি যোগে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post