Shrine of Haji Omar Ali (Omar Chan) হাজী ওমর আলী (ওমর চাঁন) এর মাজার শরীফ

হাজী ওমর আলী (ওমর চাঁন) এর মৃত্যুর পর-পরই প্রায় ৬০-৭০ বছর আগে মাজার শরীফটি প্রতিষ্ঠা করা হয়। এটি একটি একতলা বিশিষ্ট মাজার শরীফ। মাজারটি প্রায় একর জায়গা নিয়ে প্রতিষ্টা করা হয়।  বাংলা প্রতি বছরের দশই ফাল্গুন উক্ত মাজারের ওরশ মাহফিল অনুষ্ঠিত হয় সারা বাংলাদেশের বিভিন্ন স্থান হতে বিশেষ করে( ভোলা,বরিশাল,

ফিরোজপুর,ঝালোকাঠি,হাতিয়া,গজারিয়া,চাঁদপুর,ফেনী, রাজশাহী,দিনাজপুর,বরগুনা,খুলনা,ঢাকা,চট্টগাম) ইত্যাদি স্থান হতে হাজার হাজার লোক ওরশ মাহফিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

কিভাবে যাওয়া যায়:
উক্ত মাজারটি অত্র ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ডে অবস্থিত, মাজারে যেতে হলে রামদয়াল বাজার থেকে রিক্সা যোগে ২০ টাকা ভাড়া দিয়ে বা পায়ে হেঁটে মাত্র আদা কিঃ মিঃ দক্ষিণে হাজী মাহমুদ মুন্সী বাড়ীর সামনের বাড়ীতে যেতে হয়।

Post a Comment

Previous Post Next Post